এ-বন ও-বন বেড়ায় ঘুরে
রংধনু রঙ ঝিঁঝি,
খুজতে খাবার সময়খানা
রাখে কেমন বিজি।


ঝিঁঝির পাখা ফুলে আঁকা
নীলচে-হলুদ, সবুজমাখা
উড়ন্ত এক ফুল,
ইচ্ছে করে পাখনা খুলে
বানাই খুকুর দুল।


যায় চলে যায় ঝিঁঝি দেখো
কোথায় যেন উড়ে,
পাহাড়-নদীর গা ঘেষে যায়-
রঙিন আকাশ ফুঁড়ে।