যখনতখন ক্যাচ ক্যাচাক্যাচ লেগে আছে ওদের
মনে যেনো হয়, চলে খুব লড়াই- প্রতিশোধের!


ঝগড়া বাঁধায় মা পেঁচাটা ঝগড়া দেখে ছানা!
তাদের বাসায় শালিক এলে ভাঙতে আসে ডানা।
চড়ুইপাখি দেখলে পেঁচা চোখ উপরে তুলে
তেড়ে এসে নেয় পাখিটার চামড়া যেন খুলে।
ক'দিন যেতেই পেঁচার ছানা ঝগড়া গেলো শিখে
এমন করে শিখলে বলো শেখা লাগে লিখে?
কেউ আসেনা পেঁচার বাড়ি নিজের বাড়ি ছেড়ে,
ঠুনকো রাগে পেঁচা মা ও ছানা আসে তেড়ে।
ঝগড়াটে এই পেঁচা যদি দেখে নিজের ছায়া
ঠুকরে ছিঁড়ে নাস্তানাবুদ করে ফেলে পায়া!
লাফ মেরে যায় খাদ্য নিতে লাফ মেরে যায় আসে
নিজের উদর পূর্তি করে হাওয়ায় উড়ে ভাসে।


এত বলি ঝগড়া ফ্যাসাদ, শেষ করে দেয় সুখের-
তাও শোনেনা! ঝগড়া করে নাজেহাল হয় মুখের!