থোকা থোকা ঝোলে ওই
লাল নীল ফুল,
চাঁপা, গাঁদা, বেলী, জুঁই
যেন কানে দুল।


ঝরে পড়ে সব ফুল
পাপড়ীর ডাটা,
নয়তোবা দিনদিন
হুল হবে কাঁটা।


ঝরাফুল মেলে দেয়
ঠাসাঠাসা কলি,
খোঁপা সাজ কি দারুণ!
বেশ টলটলি।


মন-প্রাণ অতিশয়
যেই ঝালা-পালা,
থরে থরে ফুল গেঁথে
করো তার মালা।


ঝরাফুল সুবাসেতে
মউমউ সুখ,
চাঁদরূপ ঝলমল
ভরে যায় বুক।