আকাশ থেকে বৃষ্টি পড়ে মধুর
লাল শাড়িটা ভিজছে নব বধুর।
কিচিরমিচির করছে পাখি ভোরে
বৃষ্টি ফোটা পড়ছে আরও জোরে।


নতুন কচিপাতায় ভরা গাছে
তাতেই রক্তজবা ফুটে আছে।
বাহারি ফল বাড়ায় শোভা ঋতু
খেয়ে সাহস জোগায় যত ভীতু।


জাত বিভেদে থাকি সবাই মিলে
ঈদ ও পুজোয় বুঝি তিলেতিলে।
ফসল মাঠে লাঙল টানে চাষী
চারিদিকে ঝরে মধুর হাসি।