বৃষ্টি যখন সৃষ্টি নিয়ে দৃষ্টি দিলো গাঁয়
মিষ্টি সকাল, গুমোট কালো- কী করি হায় হায়!
ছন্দ বাজে পাতার বোটায়
পড়ছে চু'য়ে ফোটায় ফোটায়-
আবার জোরে ধীরে ধীরে
এই বেশী-কম খড়ের নীড়ে
দমকা বাতাস উল্টে দিলো
হারান মাঝির ঘর,
বৃষ্টি ভিজে কাঁপছে মাঝি চুপসে সে থরথর।


রুক্ষ মাটির বক্ষ ফাড়া ফাটল চু'য়ে জল
মাঠ পেরিয়ে নদীর দিকে ছুটছে অনর্গল।
বিরতিহীন বৃষ্টি ঝরে
গান থামেনা ব্যাঙের স্বরে
বিল জুড়ে সব টেংরা-পুটি
করছে কেমন ছুটোছুটি
ঝরঝরানো বৃষ্টি যখন
একটু থেমে চুপ
টোপর মাথায় ধান চাষীরা ছুটছে মাঠে খুব।


বৃষ্টি ধোয়া প্রকৃতিটার আকাশ যখন নীল
ঝুমুরঝুমুর আসলো আবার বৃষ্টিরা ঝিলমিল।