নইতো তিনি মোটেই সুখী
চাঁদের মেয়ে চন্দ্রমুখী
সারাজীবন মা যে আমার
একলা একা জনমদুখি।


বেঁধে রেখে গামছা পেটে
জীবনটিভর গেলেন খেটে
পোড়াদেহের হতভাগী
জীবন গেলো এমনি কেটে।


তোমার জন্য বুকটা ফাটে
তুমিবিহীন একলা কাটে
এই পৃথিবীর সুখগুলোকে
কেন তুমি বেঁচলে হাটে!


তোমার দুখে কাঁদি আমি
কেমন জানে অন্তর্জামী
তুমি মাগো এই জীবনের
চেয়ে বেশী অনেক দামী।