জাম পেকেছে আম পেকেছে আম পেকেছে জাম,
ছেলেমেয়ে খেতে গিয়ে ঝরায় গায়ে ঘাম।
কাঠাল গাছে ঝুলেই আছে চকচকে তার কোষ,
চোর ব্যটারা গভীর রাতে করতেছে ফোসফাস।


রসে পোরা মিষ্টি লিচু থোকায় থোকায় ডাল,
দুপুর রোদে আমেজ বাড়ায় গ্রীষ্মঋতুর  কাল।
যেদিকে যাই ফলের ভারে তাজা তাজা গাছ,
দখিন বাতাস আলতো করে সেটাই করে টাচ।


জামরুলের ওই ডালের ফাঁকে ফুটে আছে খই,
পাড়তে সে ফল মগডালে ওই লাগায় কারা মই।
মিষ্টি নতুন ফলে আহার নিত্য ভরায় গাল,
বাড়ায় স্বাদে নতুন আমেজ কচি কচি তাল।


নানান রঙে সাজায় বাড়ি জৈষ্ঠ্যমাসের ফল,
দেখলে এসব ফলের বাহার জিভে আসে জল।