লোকালয়ে ঢুকছে কোলাহল,
যাচ্ছে বেড়ে বুনোহাঁসের দল।
তপ্ত আগুন খাবলে ধরে খায়,
রাক্ষসী মুখ তাকায় ইশারায়।
নখ-নখরে হিংস্রতারই ঢল,
দাঁত দু'পাটি সূর্য দাবানল
বিবেকজলে ঘামঝরা চাপচাপ,
ন্যায় এখানে কেবল নিরুত্তাপ।
টাকার জন্য ললুকিয়ে কাঁদে বোন,
যৌতুকে তার ভেজায় চোখের কোণ
কে হবে তার দুখের ভাগীদার,
কোন লালসায় ভাঙেরে সংসার!