পেঁচা বলে কাকের ডেকে
ময়লা কেনো খাও
আর যে কেমন অলক্ষুণে
ডাকটা ছেড়ে গাও!


কাক ডেকে কয় কা কা কা কা
তোর ও চোখ সত্যিই বাঁকা
ময়লা যদিও খাই
এই পৃথিবী পরিষ্কারে
অবদান কার হায়-


গোমড়ামুখে ডালে বসে
পেঁচা বসে চুপ,
আর ওদিকে কাক খেয়ে যায়
নোংরা ময়লা খুব।