শীতের আকাশ শুভ্র বাতাস
টুকরো মেঘের ছবি
তুই কী ডালের লেজ ওঠানো
কাঠবিড়ালি হবি!


মিষ্টি রোদের লুকোচুরি ঠান্ডা বাতাস হীম
মাঝেমাঝে পাড়ে যেন বরফগুলো ডিম।
সকালগুলো লেপ ও কাথার শেষেরবারের ওম
কিন্তু কোথায়! গলে পড়ে সামান্য সে মোম।
দক্ষিণে ওই সূর্য ঢলা উষ্ণ নেয়ামত
শুভ্রকেশের কুয়াশাতে পেতে থাকে ওঁত।
বরফ ঠেলে রাতে বাড়ে মা ও বোনের কাজ
খেঁজুর রসে চুপসে ওঠে হরেক পিঠার ভাঁজ।


তুই এলে কী গাছের পাতা
লাজুক হয়ে ঝরে!
একটু রোদের ছোঁয়ায় দাদু
আর থাকে না ঘরে।


তুই কী কাকের গলার ভয়েস কাঁপাস্বরে বাড়াস
উত্তরে ওই হিমালয়ের শীর্ষ ধরে নাড়াস?
রাত্রিজাগা চোখের ধারা সকাল ধরে নামাস
কোন শোকে তুই জমাট হয়ে ভূখণ্ড কে ঘামাস!


তোকে পেলে দুষ্টু ছেলে দেয়না জলে লাফ
তুই কী মাঘের বাঘের গালে জোরসে মারিস চাপ!