দীঘির তরঙ্গে যখন পুঁটিরা এলিয়ে দেয়
রূপালি আঁশ; ওজনশূন্য পাখনায় ঝুলে থাকে আত্মা,
টপটপ পানি ঝরে
নীল ঠোঁটের গহবরে একশো সোনালি রুই পুষে রাখে কুঁজোবক; কিলবিল করে আঠালো জিভ
আর আঁকাবাঁকা ডোমাকৃতি নদীরা
নিরেট হাসিতে তা দেখে


অথচ তার সাপেভরা পেটে চুলোর আগুন
গিজগিজ করে
অগণিত উড়ন্ত চিল, নীল খেয়ে হজম করে দেয়;
তবুও কামুক নদী হাড়েহাড়ে ঠুন খায়


তখন ফুঁসে ফেপে এগিয়ে আসে
মীকাঈলের ডানা


আর রেঙে যায় দু'পাশের সোনালী কোষ-