হাড়িতেই চাল নেই বাড়িতেই লোক,
মেহমান ঢুঁকে বাড়ি গিলেছেন ঢোক।
গাঁটে'তেই টাকা নেই, পকেটেই নোট-
তিনটাকা ঘুরতেছে তিনদিন মোট।


মেহমান ঘরে এসে খুঁজলেন চাল,
দুইদিকে পড়ে আছে ফাঁকা দুই থাল।
খুঁজে কিছু পায় নাই নাড়ালেন খাট,
তার নিচে পলাতক দুইখানা শার্ট।
টেনে ধরে তুলতেই এত এত ভার,
শার্টতলে বাড়িটার বোডি রাখা কার!
বোডি নয় এ বাড়ির মালিক তো এই,
পাই না তো চাল-ডাল-লোক কিছুতেই।


খায় নাই মেহমান টলটলে চোখ,
চাল ছাড়া বাড়িটার লোক পলাতক।
সব বাড়ি এক তাই নেই কারো চাল,
খাই খাই করে যাবো আর কতকাল!