ঘরের ভেতর আরেকটা ঘর
এদিক ভাঙে ওদিকে চর
শুকনো নদী খাসা,
মরা গাঙের নীরব কাঁদন
দেখতে কেবল আসা।


গাঙ ভেঙেছে ঘর পুড়েছে
দেখতে শতেক লোক জুড়েছে
জটলা বাড়ে ভীড়ে,
বৃদ্ধ-শিশু হামলে কাঁদে
থুবড়ে থাকা নীড়ে।


কান্না বাড়ে নদীর চরে
ডাঙায় তখন মুক্তো ঝরে
পার্টি দিয়ে হাসি,
কেমন করে দুখের দিনে
মত্ত খেলায় ভাসি!


মানুষ তুমি মানুষ আমি
ওদের দেখে কেমনে থামি
ভর্ৎসনারই চোখে,
মানবসেবায় আয় এগিয়ে
দেখুক সকল লোকে।