কাঠবিড়ালি লেচ উঁচিয়ে
পালাও কোথায় ভাই,
গাছেগাছে ডালিম-লিচু
এসো দুজন খাই!


একলা একা খাচ্ছো ডালিম
তুমিতো ভাই বড়ই জালিম
আর ও-গাছে পেয়ারা গুলো
সব খেয়েছো থাকতে ফুলো
চুরি করে এসেই তুমি
সাবাড় করো ফল,
দেখবা তবে খবর দেবো?
দুষ্টু ছেলের দল!


কাঠবিড়ালি আমার জন্য
রাখবা একটি আম!
আয়েশ করে একটুখানি
গালে পুরিতাম!


কাঠবিড়ালি বন্ধু হবে?
গাছে বসে দুজন তবে
ছিঁড়বো নানা ফল,
বুকের ভেতর জমবে তখন
আনন্দেরই ঢল।