বনের পাখি রাজার হুকুম- দিতে হবে ভোট,
একে একে বাছাই হবে লম্বা যাদের ঠোঁট।
ঠোঁট দিয়ে তার বানাবে এক কাঠ কাটানো দাও,
ক্যাঁচ ক্যাঁচাক্যাঁচ কাটবে সাপের পুরো দেহটাও।
তার সাথে তো কাটাতে এই এখন বড় চাপ-
ডিমগুলো সব করছে সাবাড় সেই সে মোটা সাপ।


গোল মজলিস সবাই এলো ঠোঁট নেয়া যায় কার,
চোখ পাকিয়ে দেখলো রাজা বনের চারিধার।  
বলল সবাই দাও করা যায়! কাঠঠোকরা ঠোঁট,
রাজা বলেন- তাই লেগে যা! ব্যস্ত সবাই ওঠ-


চিন্তাতে তার ঝুঁটি মাথায় করেনা তো কাজ-
কাঠঠোকরা ঠোঁট-কপালে পড়লো যেন ভাঁজ।
কাঠঠোকরা বলল আমার একটা কথা হোক-
দাও না করে ঠোঁট দিয়ে তার তুলে নেবো চোখ!
ব্যথার চোটে চলে যাবে তাতেই ঢোঁড়াসাপ,
আমার ঠোঁটে ঠুকরে দিলে করবে বাপরে বাপ!


রাজার কথা, না-বকে তুই পারলে দেখা কাজ,
ভাঙতে হবে সাপের ডেরা যেমনে পারিস আজ!
ঠিক তখনই এই পাখিটি নিলো যে এক হাত,
ভেঙেচুরে ঠোঁট দিয়ে সাপ করলো কুপোকাত।