পড়ার কথা বললে খোকার
মাথা কেবল ঘোরে,
জটিল কিছু পড়ার কথা
কেউ বলোনা ওরে।


কেউ বলোনা পড়ার কথা
মনটা থাকে চাপে,
এই ছেলেটি সকাল-বিকাল
লম্বা-ছোট মাপে।


খেলার সময় ফুরোয় না তার
সূর্য গেলেও পাটে,
খেলতে খেলতে এই ছেলেটির
পুরোটা দিন কাটে।


পড়েনা কেন পড়েনা কেন
কেবা এটা জানে,
তাই ছেলেটির বাবা-মায়ের
মনটা কি তা মানে?