ছোট্ট পাতা দশ টাকা আর
বড় পাতায় বিশ,
পয়সা হয়ে ঝুলছে টাকা
ডগায় ডগায় শিষ।


তিনটা ছেলে দোকান চালায়
গাছের পাতার চটে,
আর বাকীরা পাতার টাকায়
কিনছে সদাই বটে।


কেউ কিনেছে লাঠির ডাঁটা
কেউ কিনেছে ফুল,
খাজনা নিতে দাড়িয়ে আছে
কতক বাউন্ডুল।


পাতায় খেলে পাতায় ফেলে
পাতায় মাখে ক্ষীর,
কাঁদার এসব ক্ষীর-পায়েসে
সব খেতে অস্থির।