নৌকা আমার ডাঙায় চলে
পুকুর চলে গাড়ী,
এইনা বাহন চড়েই খোকা
শুধুই ফেরে বাড়ী।


টিইট টিইট মুখে বাঁজে
কত গাড়ীর হর্ণ,
পথ ছাড়ো সব উঠবে গায়ে
ঝক্কর ঝক্কর ঝন।


কাদার গড়া হাতীর শূরে
পেঁচিয়ে রাখে সাপ,
ভয় পেয়ে দেয় ওর ছোটরা
কেমন করে লাফ!


ধান ফসলের জমি বানায়
মিছামিছির ক্ষেত,
কখনো হয় স্কুল মাষ্টার
হাতে ঘোরায় বেত।


বিড়াল মারে কুত্তা তাড়ায়
সারাটাদিন কাজ,
খোকার এমন দুষ্টুিমিতেই
চলছে এযে রাজ।