শুনছো খোকা! আইছে যাদু
নকল সোনা,ভীম!
এই যাদুটা দেখতে এসো,
মোরগ দিবে ডিম!


দোয়েল,টিয়ার গানে নাচে
ফিঙের মুখে শিষ,
সাপের গালে মধুর ধারা
মৌমাছি খায় বিষ।


আয়রে খোকা! তোর লাগাবে
পাখির মতো ডানা,
বিমান নাকি!চালাবে এক
আজব পাখির ছানা!


নাচবে ফড়িং গাইবে পাখি
বক বাজাবে ঢোল,
দোলনা থেকে উঠেই শিশু
সুর মেলাবে বোল।


কাঁটা মাথায় বলবে কথা
দুভাগ করা ধড়,
আয়রে মজা! দেখতে যাদু
হুমড়ি খেয়ে পড়।