লাটিম ঘোরে লাটিম ঘোরে
দেখতে কেমন গোল,
খোকার হাতে রইলো পড়ে
সুতোর গোলা খোল।


ঘুড়ির সুতো টান মেরেছে
লাটাই ঘোরা হাত,
আকাশ ছোঁয়া স্বপ্ন খোকার
ঘুড়ির মতই সাধ।


ঝকর ঝকর চলছে ট্রেন
কোথায় যে তার দেশ,
খোকার এরূপ ইচ্ছে জাগে
নেই কো তারই শেষ।


যা দেখে-যা করে খোকন
সেটাই ভাবে সব,
ভাবনা নিয়ে মনের ভীতর
করছে কেবল রব।