খেলতে এসে বলটা গেলো
মাঠের পাশের বনে,
খুঁজে খোকন নাপেয়ে তাই-
কষ্ট ভীষণ মনে।


খুঁজলো গাছে-ঘাসে-পাশে
শুকনো পাতার ফাঁকে,
খুঁজতে গিয়ে লাগলো যে হাত
মৌমাছিদের চাকে।


বন-বাদাড়ে ঘুরতে গিয়ে
খেলা গেলো ভুলে,
এখন খোকন জখম হলো
মৌমাছিদের হুলে।


ব্যথায় খোকন ছুটছে যখন
বনের গাছের তলে,
একটি ঝোপে ফটাশ্ করে
লাগলো পা তার বলে।