আকাশ কোণে চাঁদের হাসি
ঝিলিক দিয়ে ওঠে,
কান্না ছেড়ে খোকনসোনা
হাসি নামায় ঠোঁটে।


তুলতুলে ওই মিষ্টি দু'হাত
বাড়ায় আকাশপানে,
চাঁদমামাকে ডেকে যেন-
মায়ের কাছে আনে।


চাঁদের পাশে তারারা সব
খোকন সোনার সাথী,
নিত্য খোকন-চাঁদ-তারারা
করে মাতামাতি।