ফুলের সাথে আমার খকুর
অনেক বেশী টান,
ফুলেরবনে তাইতো খুকু
গাঁইছে বসে গান।


খুকুর গানে প্রজাপতি
পেতে রাখে কান,
ফড়িং-পাখি-মৌমাছি সব
খুকুর দিকে টান।


মানুষগুলো গোলাপ ফুলের
গন্ধগুলো নেয়,
দুহাত খুলে খুকু তখন
ফুল ছিঁড়ে তার দেয়।


আমি বলি ফুল ছিঁড়ো না
ফুলতো ব্যাথা পায়,
গন্ধ তবে আর দেবে না
কখনো তোমায়।