ঝুলছে দূরে উপর ডাল,
লালা ঝরায় খুকুর গাল।


ওই ডালেতে ডালিম পাঁকা
দোয়েল বাঁজায় শিষ,
খুকুর দোয়া- ও পাখি তুই
একটা আমায় দিস।


অপর ডালে ফিঙের বাসা,
তাইতো তাদের যাওয়া-আসা।


একটা পাখি কালো রঙের
ডিম পেঁড়েছে নীল,
এই দেখেতো  মনটা খুশি
আজকে খুকুর দীল।


ডাকছে কা কা লম্বা ঠোঁটে,
ঘরের চালে শব্দ ওঠে।


সারাটাদিন হামলে পড়ে
ডাকছে পাজি কাক,
এই স্বরেরই সাথে খুকুর
ঘুমেই ডাকে নাক।