দেহের চেয়ে লেজ বড় তার লাজুক লাজুক চাউনি
কাঠবিড়ালি খুকুর প্রিয় দেখতে কি কেউ পাওনি!
সাদা পাখি কবুতরের
বানানো তার বাসা খড়ের
খাচ্ছে কতই খাবার-
চিড়িয়াখানা দেখছে খুকু হাত ধরে তার বাবার!


লম্বা জিরাফ লম্বা গাছে খাচ্ছে গলা বাড়িয়ে
খুকু গেলো তার পাশেও আসতে তাকে নাড়িয়ে।
কোথায় পেলে লম্বা গলা
আমার কাছে যাবে বলা!
বলল খুকু জিরাফের,
বললো হেসে তার অবদান বোতল ভরা সিরাপের!


একটু দূরে বিশাল মোটা সাপ দেখেছে নড়ে না
দেখলো খুকু হাত দিলে গায় ফোসফাস তো করে না!
বললো খুকু, ফণা ধর
বললো- 'আমি অজগর-
ফণা ধরতে পারিনা'
শুয়ে-বসে থাকতে পারি কাউকে আমি নাড়ি না!


বানর মতো দেখতে আবার মুখটা কেমন অন্ধকার
চারিদিকের বাতাস থেকে আসছে অমন গন্ধ কার!
বলেই খুকু ফিরলো ডানে
ছুড়লো গন্ধ হনুমানে
অন্ধ কেনো মুখে!
এত্তকিছু দেখেই খুকু নিচ্ছে সবই টুকে।