একটা ইঁদুর সকাল-দুপুর
কুটুরমুটুর কাটে,
একটা বিড়াল সেইটা দেখে
ফন্দি-ফিকির আঁটে।


ইঁদুর দেখে বিড়াল খাড়া
অমনি দিলো ভীষণ তাড়া
হুমড়ি খেয়ে পড়ে,
দৌড়ে ইঁদুর আড়াল নিলো-
জান ফিরেছে ধড়ে।


খুকু এসব দেখে তখন
কান্না ভুলে হাসে,
মুক্তোদানা দাঁতগুলো তার
ঠোঁটের নিচে ভাসে।