গোমড়া মুখে কাঁদছে খুকু
ফুঁপিয়ে উঠে গাল,
ঝরনা ঝরে চোখের পাতা
তাইতো এত লাল!


খেলনা ঘরে পুতুলগুলো
ছিলো পথের ধারে,
ছড়িয়ে ধুলোয় গড়াগড়ি
কেমনে ভুলে তারে।


কাঁদার হাড়ি গরুর গাড়ি
পাটায় বসা বউ,
সারা পথেই ছড়ানো সব
ধুলো কাঁদার মউ।


ছুটির পরে খুশিতে যায়
পথের কাছে খুকি,
ডুকরে কাঁদে এসব দেখে
একটুখানি ঝুকি।


কে ভেঙেছে আমার এমন
খেলনা খেলাঘর!
এই নিয়ে তো বইছে বাড়ি
কালবৈশাখী ঝড়।