খুকুর পায়ে
নূপুর বাজে
হুলো বাজায় ঢোল,
বিছায় দূরে
ফড়িংটা যে
সবুজের আঁচল।


রাঙাঠোঁটে
খুকুর হাসি
খেললে ওঠে ঢেউ,
বাজায় মুখে
পাতার বাশি,
মাটির পুতুল সেও।


নাচের সাথে
পুকুর থেকে
উঠে আসে ব্যাঙ,
সাপের ছানা
একেবেকে
বের করেছে ঠ্যাং।


সবাই নাচে
খুকুর সাথে
নূপুর পায়ে ঝুম,
ফুলপরীরা
দেখে রাতে
হঠাৎ পড়ে ঘুম।