বাপরে কেমন শীত,
মাংস কাঁপে হাড়ও কাঁপে
কাঁপে শরীর ভীত।


একটুকু এক পোশাক টানি
ছিঁড়ে-ফেড়ে হাতে আনি
তবুও শীত কেমন করে
হয়ে গেলো জিত।


আমার মত পাশে কে যে
ছেঁড়া জামায় আছে সেজে
তার দেহটা শীতের চাপে
বর্ণ হলো পীত।


আমরা যারা পথের ছেলে
ডাস্টবিনের পোশাক মেলে
তোমরা তখন উলের ওমে
কেমনে করো গীত!