তোমরা থাকো মধুর সুখে
বিশ্ব মাতাও গানে
জ্বলছে তখন আগুন আমার
বুকের মধ্যখানে।
কষ্টে কেমন আছি স্বয়ং
খোদ বিধাতা জানে।
আমার
খোদ বিধাতা জানে।


ছোট্ট শিশু মোদের মেরে
পারো কি বা নিতে
কেমনে মেরে যাও তোমরা
যুদ্ধ খেলায় জিতে!
আঘাত আমার রক্ত ঝরায়
হৃদয় ছিঁড়ে আনে।ঐ


আকসা জ্বলে ফিলিস্তিনে
আমরা মরি পুড়ে
তোমরা কি পাও দেখতে অনল
পৃথিবীটা জুড়ে।


বৃষ্টি ঝরা দেখেছো কি
ঝরে বুলেট তেমন
ভেবে দেখো ও পৃথিবী
আমরা আছি কেমন!
মৃত্যু ব্যথা সকাল-দুপুর
কেবল শুধু টানে।ঐ