চোখদুটো টলটল
ভাঙেনা যে নিদ,
চারিদিক কুয়াশাতে
কনকনে শীত।


কাঁথা-লেপ ছাড়া শীত
দাঁতে লাগে দাঁত,
বুড়ো-বুড়ি থরথর
কাঁপে দিনরাত।


খেজুরের রসে পিঠা
ভেজা চুপচুপ,
ছেলেমেয়ে রোদে বসে
খায় ঢুপঢুপ।


জেঁকে আসে বরফের
বায়ু শনশন,
কাঁপে বুক ধুকধুক
শীত কনকন।