দিচ্ছো আমায় কোরবানি, দাও-
কোরবানি দাও মনের,
যে মন বিষায় আকাশ-বাতাস
ধ্বসিয়ে দেয় বনের।


যে মন কাঁদায় গরীব-দুখী-
অন্নহীনের চোখের
যে মন নিজের ভালোটা চায়
অসতী ও ঝোঁকের।


যে মন বোঝে নিজের ভালো
ভাবে না আর কারোর
পাইলে যে মন পাইতে যে চায়
এই পৃথিবীর আরো'র।


দিচ্ছো আমায় কোরবানি, দাও-
গলা পেতে দিলাম,
আমার ত্যাগে, হয়না যেন-
কোরবানিটা নিলাম।