তোদেরই তো সুখ
ঘরের ভিতর দেয় যে মালিক
তোদের মুখে মুখ।


খাওয়ান তোদের আদর করে
আর আমাদের লেজটা ধরে
হঠাৎ মারে টান,
খিদেয় তখন যায় জ্বলে যায়
ছিটকে তখন জান!

ঘরের বাবু বস্
তোদের সাথে চলতে জীবন
ষোলো আনাই লস!


মনটা কখন হয় যে নরম
খবর নেইতো তার,
তখন দিবেন চুষে খাওয়া
একটা বাতিল হাড়।


চিবালে খসখস-
সেই হাড়েতে দাবি আছে
কুকুর আরও দশ।


জন্ম পথে, পথে থাকা
জনস্বার্থে শরম ঢাকা
মন বলে এই নাম এখনি
পাল্টে করি শে'ল,
কুকুর সে তো গালাগালি
নেই এ নামে বেল!


বিড়াল তোরা চোর
মালিক তোদের ঘরে ঢেকে
কেনো রাখে দোর!


ঘরের ছায়ায় জীবনটা পার
ভাবখানা ঠিক বাঘ মামা স্যার
তোদের জন্য জাত গেলো এই
আমরা কুকুরের,
তাই করেছি পণ এখনি
করবো বিচার এর-