জ্বলুক ওদিক জ্বলুক আগুন
আমার থেকে জলদি ভাগুন
মাথায় বেজায় চাপ,
সরকারে কেন ব্যবসা বন্ধে
দেয় এত লাফঝাঁপ।


আগে কেন এই রোগটি
আসেনি এই গাঁয়,
এখন কেন উঠেপড়ে
ঠেলছো এই আমায়!


দু'মুঠো ভাত কাঁড়তে তুমি
দখল নিছো আমার ভূমি
পুলিশ দারোগায়,
আর ওদিকে দেখবো তোদের
মানুষ কি'টা খায়!


বেঁচবো না আর মাল,
ঘরের ভেতর ঢুঁকবো এবার
দে তোরা সামাল!


এমন করে ফটিক মিয়া
করছে সে বকবক,
কোত্থেকে এক উষ্ক কাশি
গলাতে খকখক।


অমনি ছুটে আসলো বাড়ি
হঠাৎ করে বাজার ছাড়ি
গায়ে ভীষণ জ্বর,
দুই তিন দিন যেতে যেতে
শরীরটা নড়বড়।


শ্বাসটা নিতে কষ্ট যখন
ফটিক মিয়ার বুক,
পুলিশ এলো বলল তারে
করোনা অসুখ।


যদি তুমি ধুঁ'তে তোমার
সাবান দিয়ে হাত,
তবেই তুমি রুখতে পারতে
করোনার আঘাত।