এইযে মাটি, নদীর জোয়ার
সবুজ মাঠের ফুল,
বটের গোড়া বাতাস থেকে
শ্বাস টেনে নেয় মূল।


বসন্তে ওই দুলছে আকাশ
সাদা ফালি মেঘ,
গাছগাছালি তুলছে গাছে
তুলতুলে আবেগ।


ফড়িঙগুলো শিশির মাখে
মাতায় পাতা-ঘাস,
কম পানিতে সাঁতার কাটে
ডেকে পাতিহাঁস।


এইযে এত সুরের দোলা
নাচায় যখন মন,
এক করোনা বিষের আঘাত
কাদায় সারাখন।