সবকিছু আজ ব্যর্থ হবে,
হাজার পরিশ্রম?
ভাবনা-উদ্বেগ-আতংকটা
করছে উপক্রম!


স্থবির আজ মানবতা
হঠাৎ করে নিচ,
দেখছে বিশ্ব এ হাহাকার
করছে না কেউ মিস।


গরম বিশ্ব কেমন করে
হয়ে গেছে হীম,
স্নায়ুচাপে হঠাৎ করে
ধরে গেছে ঝিম।


অজানা এক আশংকাতে
বাড়ায় দেহে তাপ,
দিতে থাকে নীরব ঘাতক
বুকের মাঝে চাপ।


এ হতাশায় প্রভু তুমি-
ছাড়া উপায় নাই,
আগের দিনের মতো আজও
তোমার রহম চাই।