যুদ্ধ কেমন হয়েছিলো
একাত্তরে শুরু!
নীল আকাশের নীলটি ঝরে
ডাকলো গুরুগুরু।


ঝলক ঝলক আওয়াজ এলো
আহা কী মর্মরে!
মূহুর্তে এক লাশের মিছিল
পড়লো থরে থরে।


বুকের জ্বালা নিভায় স্বজন
আকাশ হলো ভারী
কোত্থেকে সব বুনো বুলেট
জীবন নিল তারই।


রক্তে স্বদেশ অর্জিত এই-
সবুজ সবুজ চেনা,
এমনি শত-হাজার-লক্ষ
জীবন দিয়ে কেনা।


বীরযোদ্ধা অমর ধ্বনি
উঠছে জেগে প্রাণে।
শ্রদ্ধা ভরে স্মরণ করি
এমন প্রতিদানে।