হয়না তেমন সাধ
অনেক রঙে আকাশ এখন দেয়না আগের চাঁদ
তাইতো আমার মনটা তেতো, বিষন্ন বিস্বাদ।


ফড়িং না হই বাদুড় না হই ঝিঁঝি ডাকা রাত
জোনাক তখন মায়ের কোলে হয়না কেনো কাৎ!
দুপুর হলে খুঁজে বেড়াই কোথায় আছে ব্যাঙ
আমিও তো ধরতে পারি তার দু'দুটো ঠ্যাং।
ধরতে গেলে ব্যাঙের মাথা বেরোয় না তার লেজ
দেখায় না সে গরুর মতো শিং তুলে তার তেজ!
তেলাপোকা টিকটিকিরা ধরেনা এই হাত
আমার মতো বাবা-মাকে করেনা উৎপাত।


করিনা আর সারাটাদিন আনন্দ হইচই
আমার আছে এত্ত নালিশ কার কাছে তা কই!