চিকন সুতোয় বেঁধেছি
খুলে যেতে পারে সবকটি গিঁট
আর ছেড়ে দিয়েছি পুরো সুতোর দলা
তুমি স্বাধীনতার বীজ বুনেছো
মনের কোণে
পাখনা মেলো আরো, ডালিম ফুলের পরাগ মেখে ঠোঁট রাঙাও জবার লাল পাপড়িতে, বেশ লাগে তোমাকে আমার-
কই মাছের পরাণ আমার,তুমি ভাবো-
আমি হাসতে হাসতে পাথর খুঁটে খুটে চুনের জল বের করি
বরফে আলগা হয়ে নাটা ফুল আর বিষাক্ত সাপের পঁচা কাটার উপর বসে সুখের হাসি হেসে প্রহর গুনি-
আমার সরল হাসি
তুমি সহজ করে দেখে চলে গেলে
আমি সুতোর সামান্য শেষ বাঁধনটুকুও খুলে দিলাম তুমি আরো স্বাধীন হয়ে যাও-