কই গেলো ছেলেমেয়ে
কই গেলো এই,
জটলা'র ছোড়া-ছুড়ি
এই বাঁকে নেই।


উড়ে উড়ে মৌমাছি
যেতে যেতে চৌগাছি
নিতেছে রে রেস্ট,
তাই দেখে ছেলেমেয়ে
লেগে গেছে খেয়েদেয়ে
ওরা নাকি গেস্ট!


এই দিকে ইশকুলে
যায় কে যে শিষ তুলে
বাদরের দল,
এই এই পেয়েছি ধর
মুখে-পিঠে সপাটে চড়
কই ছিলি বল!


মামু! মামু! কান ধরে
করছি শপথ,
বলবে যা শুনবো তা
হবেনা অমত।