দুরন্ত স্বভাব আমার।
লিখে লিখে ভরি অশান্ত কাগজের তট-শতশব্দের নীরব মিছিল;এক শব্দে থমকে দাঁড়ায়-অলস
আমার ভেতর
ঘুমের বাঘ জোরসে এটে ধরে চোখের দেয়াল
চাই বিচরণ করি এ জগৎ-হাতের মুঠোয় পুরি মগজের হিসাব
আমি কতকিছু করি মনের অলিন্দে
আবার দাঁড়াই;
কুঁড়েমি ঘিরে রেখে নাকি অবশ করায়
আমার-