আমি যখন দেশ পেয়েছি একটা সবুজ রঙ
মনটা ধুয়ে বের করেছি গলদ ঘষে জং।


ধানের সবুজ রঙ মেখেছে রঙ মেখেছে গাঁ
সবুজ পেটে লাল পুরেছি! ধিনতা তাধিন ধা।
কে বললো! পেছন থেকে
ভোর নড়েছে লালচে এঁকে!
টকটকে লাল সকাল হলো সূর্য দিলো উঁকি
উঁকি দিয়েই বলল- সরো, তোমার ভেতর ঢুকি।


সবুজ লালে মিশলো ভালো রক্ত তাজা ফুলে
তার নীচে এক বিরাটরকম সত্য আছে ঝুলে।


সত্য আবার কী-
নয় মাসে নয় সাগর লালে দেশটি পেয়েছি।


দেশ পেয়েছি বেশ পেয়েছি ত্যাগ করেছি রক্ত
মুঠোয় পোরা নিশানখানি ধরা আছে শক্ত।
ছোট্ট ছোট্ট গাঁও নিয়ে এই সবুজ রঙে গড়া
লাল গোলাকার বৃত্ত দিয়ে মাঝ বরাবর ভরা।


এই পতাকার দন্ড ধরে দেশ দিয়েছে মাটি,
তাইতো ও দেশ তোমার ভেতর মুক্তমনে হাঁটি।