লাল মোরগের ঝুঁটি
টুকটুকে লাল,
কুক্কুরু ডাকে সে
হাঁ করে গাল।


লাল মোরগের আছে
বাঁকানো লেজ,
লালঝুঁটি নড়ে যেই
উঠে যায় তেজ!


ঝাড়ে পা'য় পাখনা টা
আঁড়চোখে চায়,
তুলতুলে লালঝুঁটি
নড়ে আর খায়।


লালঝুঁটি মোরগের
কালো দুই চোখ,
রাগ হলে দেয় সে তো
লাল ঠোঁটে ঠোক।