ফড়িঙ যেমন পাখনা মেলে ঘাসের ওপর ঘোরে
বাঁধা দিতে কেউ আসেনা ইচ্ছেমতো ওরে
ইচ্ছেমতো উড়তে পারে
ঘুরতে পারে
ঘাসের ডগা-পাতায়
এমন করে স্বাধীন চলার চিন্তা আমার মাথায়।


চিন্তা নিয়ে উড়তে গেলাম ভাঙলো আমার ডানা
তখন আমার করলো দু-চোখ ভীনদেশীরা কানা
ভীনদেশীরা হৃদয়হীনা
বিরাট সীনা
নিষ্ঠুরতায় সেরা
ঘুমন্ত সব লোকের ঘরে আগুন ঝরায় এরা।


তখন এলো ঝাঁকেঝাঁকে ডানা মেলা পাখি
আমার সাথে তারাও দেখি করলো ডাকাডাকি
ডেকেই পাখি একটা ঝাঁকি
দিতেই বাকী
আর সকলে জাগলো
সেই ঝাঁকিতে ভীনদেশীরা লেজ গুটিয়ে ভাগলো।