রাত এলো চাঁদ এলো ঘুম এলো চোখে
ঘুমগুলো, পেটে-চোখে কেমনে যে ঢোঁকে!
কল্পনা, একা হলে জল্পনা করে
একজন মহীয়সী এই এই ঘরে!
কার সাথে তার দেই তুলনা যে তাকে
ওই চাঁদ, রাত জাগা তারাগুলো ডাকে।
তার সাথে আসতে তো চায় কত ছায়া
আসলটা হতে চায় নকলের কায়া।


হতে চায় তার মত বুনো ওই ষাঢ়
তার মতো হতে চায় গাধাটার ঘাড়।
হতে চায় তার মতো পাহাড়ের জল
তার মতো হতে চায় মেঘনার ঢল।
হতে চায় তার মতো বানরের দল
তার মতো হতে চায় অসুরের বল।
তার চেয়ে খুব বড় হতে চায় গাভী
কিছুদূর গিয়ে মাছ খায় তারা খাবি।


সব আসে হতে এই তার চেয়ে বড়
রবি,শশী,গাছ,বন এই তুমি ধরো-
তার সাথে করতে তো নেই তুলনা
তিনি বুক জুড়ে একা, মা মা মা...