টয়লেটের ওপাশ খানিক
ডোবার কাছাকাছি,
ভনভনভন নেচে বেড়ায়
ময়লা কিছু মাছি।


চলছে আলাপ তাদের মাঝে
বলছি তবে খুলে,
-"নোংরা জাতি আমরা" মানুষ,
গিয়েছে তা ভুলে।


ভুললো মানুষ তুললো যে রব
শান্তি তো নেই পাশে,
স্বচ্ছ জলের মশার হুলে
দেশটা ভরে লাশে।


আমরা এখন ময়লা মেখে
বসি যদি ভাতে,
কী যে আজব টেনশনেতে
কোনদিকে সে মাতে!


টেনশন তো করতে গিয়ে
কাহিল হলো দশা,
সুখে আছি আমরা মাছি
নেইতো সুখে মশা।