ব্যস্ত আছি সবাই কাজে
ব্যস্ত আছে মন,
এই দুনিয়ার স্বল্প সময়
আমরা আপনজন।


পাপের পাহাড় দিয়ে ঢাকা
হয়তো সাধের জান,
স্বল্প দিনের এই দুনিয়ায়
আমরা মেহমান।


ভুলে ভুলে জীবনজুড়ে
জমা কত পাপ,
চাই যে এত ভুলের তরে
করছি অনুতাপ।


প্রভু তুমি দয়ার সাগর
মহান তুমি পাক,
সেই দয়াতে মাফ করে দাও
দেয়ার আগে ডাক।


তুমি ছাড়া নেই কেহ নেই
পাশে আপনজন,
তোমার দিকে জীবন আমার
সঁপেছি এই মন।