দাওনা ক্ষমা করে তুমি
পাপী দুটি হাত,
শেষ বিচারের দিনে প্রভু
পাই যেন নাযাত।


তোমার দেয়া সবকিছুতে
শুধুই রহম চাই,
তোমার ভালো নেক বান্দাতে
পাই যেন গো ঠাই।


সাগর-নদী নীল নীলিমা
যেথায় করি গমন,
এই পৃথিবীর সবকিছুতে
তোমার নিয়ন্ত্রণ।


তোমার দয়ায় কূল-মাখলুকাত
ব্যস্ত থাকে কাজে,
তুমি ছাড়া এক মূহুর্ত
বাঁচতে পারি না যে।


দাওনা তুমি আরোগ্য হে
তোমার কথা স্মরি,
শেষ বেলাতে ওই মধুনাম
নিয়ে যেন মরি।


তোমার দানে চলছি পথে
তোমার রিজিক খাই,
ভুল হলে গো মাফ করে দাও
আমি নিরুপায়।