ধানের বনে বাস করে এক
মাগুর মাছের ঝাঁক
আলগা করে দেখছিলো তা
পুঁচকে কালো কাক!


কাক করে তাই কা কা
মা ও বাবার ডাকা
ডাল ছেড়ে তাই আসলো উড়ে,
আকাশ থেকে চিল
মাগুরগুলো ধানের ফাঁকে
করছিলো কিলবিল।


খবর পেলো উড়তে থাকা
নীল আকাশের বক,
মাগুর তারা খায়না মোটে
মাগুর নাকি টক!


ঢং কত তার মুখ ঘুরিয়ে
বলল, শকুন টাক,
যে দেখেছে মাগুর তারা
একলা একাই খাক!


মাগুর খেলো কাক,
শকুন খাবে মরা গরু
থাক, সেখানে যাক-