উল্টো হয়ে শুয়ে আছে
দুহাত ওপর তোলা,
নাম শুনে তার গেলো বোঝা-
মামদো ভূতের পোলা।


চোখ খুঁতখুঁত গর্তে ঢোকা
ছোট্ট বলে বোকাসোকা
বস্তা দুয়েক ঘাস-কুটো তার
বগল তলে ঝোলা।


দেখলে সবার জাগে রে ভয়
দৌড়ালে তার ঠ্যাং লম্বা হয়
ঝুলানো কান, পা যেন তার
হাতির মতো ফোলা।
এ যে!
মামদো ভূতের পোলা।।